মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাত জামাল মিয়াকে গ্রেফতার করেছে। সে উপজেলার দলগাঁও গ্রামের আব্দুল গফুরের ছেলে। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মফিজুল ইসলাম দলগাঁও গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন। এসআই মফিজুল ইসলাম জানান তার বিরুদ্ধে ২টি ডাকাতি ১টি নারী নির্যাতন সহ মোট ৪টি মামলা বিচারাধীন রয়েছে।