স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার করচা গ্রামে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র করেছে রোটারী ক্লাব অব হবিগঞ্জ। গতকাল শনিবার দুপুরে ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান জগদীশ চন্দ্র মোদকের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন আইনজীবী সৈয়দ আফরোজ বখত। রোটারিয়ান আব্দুল আউয়াল তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চার্টার প্রেডিডেন্ট শহীদ উদ্দিন চৌধুরী, এসিস্ট্যান্ট গভর্ণর ফনীভূষণ দাশ, কমরেড হীরেন্দ্র দত্ত, পাস্ট প্রেসিডেন্ট ফরিদ উদ্দিন আহমেদ, পাস্ট প্রেসিডেন্ট সুখলাল সূত্রধর, তাহমিনা বেগম গিনি প্রমূখ। অনুষ্ঠানে রোটারিয়ানবৃন্দ ছাড়াও রোটার্যাক্টর ও ইন্টার্যাক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।