স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই দলের ঘন্টাব্যপী রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গত ৯জুলাই শনিবার সকাল ১১টায় উপজেলার সাড়ংপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাড়ংপুর গ্রামের সরকারবাড়ী ও মুন্সিবাড়ীর মধ্যে দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সকাল ৮টার দিকে সরকারীর বাড়ির জিতু মিয়ার ঘরে মুন্সিবাড়ির কবির মৌলভীর একটি গরু ঘরে প্রবেশ করে একটি কাঁঠাল খেয়ে ফেলে। এতে বাড়ির মালিক গরুটিকে আটক করে রাখে। গরু আটকের খবর কবির মৌলভীর কাছে পৌঁছলে তিনি উত্তেজিত হয়ে কয়েকজন লোক নিয়ে জোরপূর্বক গরুটিকে ছাড়িয়ে নেন। এর জের ধরে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন। খবর পেয়ে বাহুবল মডেল থানার এএসআই কবির মিয়া একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতের মধ্যে কাউছার মিয়া (২৫), হারুন মিয়া (৩০), তাহির মিয়া (৩০), মরম আলী (৪৫) ও মহব্বতপুর গ্রামের শাহিন মিয়া (২৫)কে বাহুবল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যপারে বাহুবল মডেল থানার ওসি মোল্লা মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি এখন শান্ত আছে।