নবীগঞ্জ প্রতিনিধি ॥ সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ্য খ্রীষ্টান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে নবীগঞ্জ শহরে এক বিশাল মানবন্ধন ও কালো পতাকা মিছিল অনুষ্টিত হয়েছে। মিছিলটি স্থানীয় গোবিন্দ জিউর আখড়া থেকে শুরু হয়ে সারা শহর প্রদক্ষিণ করে। উক্ত কালো পতাকার মৌন মিছিল ও মানববন্ধনে নবীগঞ্জের দলমত নির্বিশেষে সকল ধর্মবর্ণ ও শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করে। পুজা উদযাপন কমিটির সভাপতি নিখিল আচার্যের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, আওয়ামীলীগ নেতা মেজর (অবঃ) সুরঞ্জন দাশ, দেওয়ান শাহ নেওয়াজ গাজী মিলাদ, আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জাপার সাধারন সম্পাদক মাহমুদ চৌধুরী, পৌর বিএনপির সভাপতি ছাবির আহমদ চৌধুরী, শিহাব চৌধুরী, বাবুল দাশ, আব্দুস সালাাম, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকেন্দু রায় বাবুল, কালিপদ দাশ, এটিএম সালাম, নির্মেলেন্দু দাশ রানা, সঞ্জয় দাশ, অরবিন্দু রায়, উত্তম কুমার পাল হিমেল, অলিউর রহমান প্রমুখ।