স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকা থেকে কৃষকদল কর্মী পরিচয়দানকারী খলিল মিয়া (৩০) কে যৌন উত্তেজক ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশ। সে ওই এলাকার মৃত কুদরত আলীর পুত্র। গতকাল মঙ্গলবার রাত ১০টায় ডিবি পুলিশের এসআই সুদ্বিপ রায় ও রাজিব চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তার বাসা থেকে তাকে আটক করে। তার প্যাণ্টের পকেট থেকে ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তার অন্যতম সহযোগি পাতারিয়া গ্রামের আব্দুল আহাদের পুত্র আবুল কালাম (৩০) পালিয়ে যায় বলে পুলিশ জানায়। পুলিশ আরো জানায়, তারা এতদিন সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ইয়াবা ব্যবসা করে আসছে।