স্টাফ রিপোর্টার ॥ সামাজিক সংগঠন দ্যা হবিগঞ্জ হোয়াইট রোজ সমাজ কলাণ সংস্থার উদ্যোগে অর্ধশতাধিক অসহায়, গরীব ও দুঃস্থদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১১টার দিকে শহরের বি-জামান খান রোডস্থ মন্নান শপিং মলের সামনে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ লিজান খান।
সাধারণ সম্পাদক মোঃ তারেকুল ইসলাম খানের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক এম কাউছার আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাঃ বিশ্বজিত আচার্য্য, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তুহিন খান, সংগঠনের উপদেষ্ঠা রুবেল আহমেদ চৌধুরী।
বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি আল-আমিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক রাজেন্দু শেখর দাশ, সাংগঠনিক সম্পাদক শেখ রাব্বি, নজরুল ইসলাম, দেওয়া শাকিল চৌধুরী, পুজন মোদক সাজু, সেলিম হোসনে জাহান, রাকিব আজাদ, রাজন চন্দ্র দেব, এমকে মাহবুব, শহিদুল ইসলাম, নির্জন তালুকদার, আজিজুর রহমান রবি, আশিকুর রহমান শুভ প্রমূখ।