স্টাফ রিপোর্টার ॥ ১৮দল ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বানিয়াচঙ্গ উপজেলা সাব রেজিষ্ট্রি মাঠে এক বিক্ষোভ সমাবেশ ও সমাবেশ শেষে মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি এডঃ মনজুর উদ্দিন আহমেদ শাহীনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, জাসাস জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা মোশাররফ আহমেদ ঠাকুর, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রাজ্জাক খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, সহ-সভাপতি মজিবুল হোসাইন মারুফ, জমিয়তে উলামায়ে ইসলামের জেলা সাধারণ সম্পাদক ফরিদ উল্লাহ, জামায়াতের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা বিএনপির সদস্য শেখ বশির আহমেদ। সমাবেশ পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালেদ আহমেদ। বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান, নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মহিবুর রহমান বাবলু, বিএনপি নেতা এডঃ আব্দুল কাদির, আনছার আলী, শামছুর রহমান, কামরুজ্জামান কাজল, মকবুল হোসেন, সালাউদ্দিন ফারুক, জাহির হোসেন, দেলোয়ার হোসেন, ছামিউল হোসেন, মোশাররফ হোসেন, লুৎফুর রহমান, ইকবাল হোসেন নিপ্পন, আশরাফ এলাহী, সাহিদুর রহমান, সাদিরুজ্জামান জোসেফ, সাইফুর রহমান, আবু হোরায়রা, রাসেল ঠাকুর প্রমুখ।
ডাঃ সাখাওয়াত হাসান জীবন বলেন, মহাজোট সরকারের পাতানো ও ভোট চুরির নির্বাচন জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন। বৃহত্তর সিলেটের জনগণ গণতন্ত্র রক্ষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে বিনা সহিংসতায় ভোট কেন্দ্র বর্জন করে নির্বাচন প্রতিহত করায় আমি সিলেটবাসী তথা বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও অভিনন্দন জানান।
মোশাররফ আহমেদ ঠাকুর বলেন, ৫ জানুয়ারীর প্রহসনের নির্বাচন জনগণ প্রতিহত করেছে। বিশ্ববাসীর কাছে এই নির্বাচনের কোন কোন বিশ্বাস যোগ্যতা নেই। যে কারণে এখন পর্যন্ত বিশ্বের কোন দেশ এ প্রহসনের নির্বাচনকে স্বীকৃতি দেয় নাই। শেখ হাসিনার প্রহসনের নির্বাচনের এই সরকারের পতনের ফয়সালা ইনশাআল্লাহ ১৮ দল রাজপথেই করবে।