আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চৌমুহনী ইউনিয়ন যুবলীগের সভাপতি আমিরোল ইসলাম লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম শামিমের পরিচালনায় চৌমুহনী উত্তর বাজারে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নবনির্বাচিত স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আপন মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহযোগি অধ্যাপক মোঃ মহিউদ্দিন, চৌমুহনী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সুরুক, অধ্যক্ষ মোঃ মুহন মিয়া সাবেক চেয়ারম্যান আতাউর রহমান চৌধুরী সেলিম, আজহার উদ্দিন ভূইয়া আবুল হোসেন সবুজ, মহিউদ্দিন কামাল, জাকির হোসেন লিটন, সফিকুল ইসলাম, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জাহাঙ্গির আলম, মোসলে উদ্দিন সিপন, নুরুল ইসলাম খোকন প্রমোখ। পরে ইফতার পূর্ব মিলাদ পরিচালনা করেন হাফেজ মাওলানা হাসান মিয়া।