স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে নির্বাচনী সহিংসতায় স্কুল ছাত্র খুনের মামলার অন্যতম আসামী এনামুল হক কাজল (৩০) কে আটক করেছে ডিবি পুলিশ। সে উপজেলার শেখেরগাঁও গ্রামের মৃত ফারুক আহমেদের পুত্র।
মঙ্গলবার ভোরে ডিবির এসআই সুদ্বিপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মুড়ারবন্দ মাজার থেকে তাকে আটক করেন।
উল্লেখ্য, গত ইউপি নির্বাচনে নির্বাচনী বিরোধের জের ধরে ৬নং ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসানের বিজয়ী মিছিলে হামলা ও সংঘর্ষে নরপতি গ্রামের আরজু মিয়ার ছেলে ৮ম শ্রেণীর ছাত্র মনির আহমেদ (১৪) নিহত হয়।