নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কাজির বাজার এলাকায় লন্ডন প্রবাসী সুজন আমীন ও আগনা গ্রামের মহিবুর রহমানের মধ্যে জায়গা সংক্রান্ত বিরোধের অবসান হয়েছে। গতকাল শনিবার শালিসের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। এ নিয়ে সংশ্লিষ্ট এলাকার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার কাজির বাজারের বাসিন্দা লন্ডন প্রবাসী সুজন আমীন ও আগনা গ্রামের মুহিবুর রহমানের মধ্যে দীর্ঘ ১৩ বছর ধরে জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে। উভয় পক্ষের মধ্যে মামলা মোকদ্দমা ও চলে আসছিল। এ অবস্থায় এর আগে আরো ২ দফায় নবীগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গের মাধ্যমে শালিসে নিষ্পত্তি হলে ও মুহিবুর রহমানের অসহযোগীতার কারনে তা ব্যর্থ হয়ে যায়। ইদানিং সর্বশেষ গত প্রায় ৩ মাস পূর্বে উভয় লোকজনের মধ্যে এক ভয়াবহ সংষর্ঘ হয়। এতে উভয় পক্ষের অন্তত শতাধিক লোকজন আহত হয়। এতে এলাকার আইনশৃংখলা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ে। শেষ পর্যন্ত বিরোধ মিমাংশার উদ্যোগ নেন সাবেক চেয়ারম্যান আশিক মিয়া ও বজলুর রশিদ। সে অনুযায়ী গতকাল শনিবার শালিস বিচারকগণ বিরুধীয় জায়গায় গিয়ে উভয় পক্ষকে নিয়ে জায়গার সীমানা নির্ধারণ করে দেয়াল নির্মান করে এর স্থায়ী সমাধা করে দিয়ে আসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আব্দুল্লাহ মিয়া, ওয়াহিদ মিয়া, নুরুল আমীন, সুহেল আমীন, আব্দুর নুর, খসরু মিয়া, ডাঃ একলিমুর রেজা, এলখাছ মিয়া, অনু মিয়া, তৈয়বুর মিয়া, আহমদ রেজা, মুহিবুর রহমান, সমেদ কারী, জিল্লুুর রহমান, শিপন মিয়া, রুকন মিয়া, তারেক মিয়া প্রমুখ।