আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসক্ন), শ্রী শ্রী নরসিংহ জিউ মন্দির, বগলা বাজার, হবিগঞ্জে আগামীকাল থেকে রথযাত্রা মহোৎসব ২০১৬ শুরু হতে যাচ্ছে। ৬ জুলাই /১৬ হতে ১৪ জুলাই /১৬ পর্যন্ত ৯ দিনব্যাপী রথযাত্রা মহোৎসবের ব্যাপক অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে অগ্নিহোত্র যজ্ঞ, ধর্মীয় আলোচনা সভা, তুলসি ও গৌর আরতি, গীতা পাঠ, ভাবগত পাঠ, জগন্নাথ লীলামৃত পাঠ, পারমার্থিক প্রতিযোগিতা, প্রতিদিন সন্ধার পর সাংস্কৃতি ও ম্যাগাজিন অনুষ্ঠান, বৈদিক নৃত্য, বৈদিক নাটক ইত্যাদি এবং প্রতিদিন মহাপ্রসাদ বিতরণ।
আগামীকাল ৬ জুলাই বুধবার রথযাত্রা শুরুতে বিকাল ৩ ঘটিকায় ইসক্ন মন্দির অধ্যক্ষ উদয় গৌর দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে ধর্মীয় আলোচনা সভা।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ লাখাই নির্বাচনী এলাকার সংসদ সদস্য আলহাজ¦ এডঃ মোঃ আবু জাহির। বিশেষ অতিথি জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, হবিগঞ্জ পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) দিলীপ দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডঃ অহিন্দ্র দত্ত চৌধুরী, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এডঃ পুণ্যব্রত চৌধুরী (বিভু), হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক এডঃ স্বরাজ রঞ্জন বিশ্বাস, আধুনিক সদর হাসপাতালের সার্জারী ও কনসালটেন্ট ডাঃ অরুণ কুমার পাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শংকর পাল, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব (মনা)। অতঃপর বিকাল ৪ ঘটিকায় ইসক্ন মন্দির হতে শ্রীশ্রীজগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারাণীর রথ শ্রীহরিনাম সংর্কীতন সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহর প্রদক্ষিণ করবে। খবর বিজ্ঞপ্তি