প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামীকাল ১১ রবিউল আওয়াল রোজ সোমবার সকাল ১০ ঘটিকায় হবিগঞ্জ পৌর মাঠ প্রাঙ্গন হইতে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ঐতিহাসিক জশ্নে জুলুছ অনুষ্ঠিত হইবে। উক্ত জশ্নে জুলুছ বিগত ২ যূগের ও অধিক সময় ধরে হবিগঞ্জ শহরে উদযাপিত হয়ে আসছে। এই ঐতিহাসিক জশ্নে জুলুছে হবিগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চলের সকল সুন্নী জনতাকে অংশগ্রহনের অভিপ্রায়ে প্রস্তুতি কমিটির এক জরুরী সভায় সিদ্ধান্ত গৃহিত হয়। জেলা সদরের বাহির থেকে শতাধিক ট্রাক-বাসে অর্ধলক্ষাধিক সুন্নী জনতা এই জশ্নে জুলুছে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।