প্রেস বিজ্ঞপ্তি ॥ দুঃস্থ ছাত্র সংস্থা সিকন্দরপুর এর পক্ষ থেকে দ্বিতীয় বারের মতো নির্বাচিত পুকড়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসনকে সংবর্ধনা প্রদান ও সংস্থার পক্ষ থেকে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সংস্থার অফিসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংস্থার যুগ্ম নির্বাহী প্রধান মাওলানা মোঃ জাহাঙ্গীর আলমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সংবর্ধিত ব্যক্তিত্ব ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, হেলাল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন, এডঃ মাহমুদুল হক, ব্যবসায়ী সরফরাজ মিয়া, ডাঃ মোঃ ইকবাল হোসেন, মীর মোঃ জিতু মিয়া, মোঃ রাসেল আহমেদ প্রমূখ। আলোচনা সভা শেষে সংস্থার সদস্যরা চেয়ারম্যান আনোয়ার হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান। চেয়ারম্যান আনোয়ার হোসেন উক্ত সংস্থাকে সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।