স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার টানা ৩ বারের নির্বাচিত মেয়র আলহাজ্ব জি কে গউছের মুক্তি কামনায় হবিগঞ্জ জেলা কৃষকদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার শায়েস্তানগরস্থ দলের কার্যালয়ে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন। এ সময় জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল আমন্ত্রীত অতিথিদের স্বাগত জানান।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা এম এ মন্নাফ, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক মোঃ আইয়ুব আলী, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, জেলা বিএনপি নেতা এডভোকেট এস এম আলী আজগর, জেলা কৃষকদলের সহ-সভাপতি আব্দুর রব ও মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান বাচ্চু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, হাসবি সাইদ চৌধুরী, জেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান ও সাইফুল ইসলাম, সদর থানা যুবদলের সভাপতি শাহ মশিউর রহমান কামাল, সহ-সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর যুবদলের আহব্বায়ক শফিকুর রহমান সিতু, দপ্তর সম্পাাদক আবু ছালেক, প্রচার সম্পাদক হাবিবুর রহমান স্বপন, সদর থানা কৃষকদলের আহ্বায়ক কায়ছার রহমান, বৃন্দবন কলেজ ছাত্রদলের আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরী, জেলা ওলামাদলের সহ-সভাপতি আব্দুল্লাহ হিল কাফি, ছাত্রদল নেতা জিকে ঝলক, মাসুক মিয়া, ইমরান, রেনু মিয়া, জামাল উদ্দিন প্রমুখ।