প্রেস বিজ্ঞপ্তি ॥ মুসলিম সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আমেরিকা প্রবাসী সমাজসেবক আল্লামা আব্দুল কাইয়ূম জালালাবাদী কর্তৃক প্রতিষ্ঠিত নবীগঞ্জ উপজেলার শ্রীমতপুর মাদানিয়া মাদ্রাসা এতিমখানা কমপ্লেক্সে পবিত্র রমজান মাস উপলক্ষে ক্বিরাত প্রশিক্ষণ এর সমাপনী অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। মুসলিম সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশের বানিয়াচং উপজেলা সভাপতি ও হলদারপুর মাদানিয়া মাদ্রাসার মুহতামিম মাও. আব্দুস শহীদের সভাপতিত্বে এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রভাষক মোহাম্মদ আলাউর রহমান, মুসলিম সমাজ কল্যাণ সংস্থার অর্থ সম্পাদক মাষ্টার সফিকুর রহমান চৌধুরী, মাও: রশিদ আহমদ খান, মুফতি কাউছার আহমদ, মাও: নজরুল ইসলাম, মাও: লুৎফুর রহমান দেওবন্দী, মাও: মুশিউর রহমান, ক্বারী মনিরুজ্জামান, মাও: আব্দুল আলিম, মোহাম্মদ আনসার উদ্দিন, হাফেজ আমজাদ, হাজ্বী ইলিয়াছ মিয়া, মাও: কামাল আহমদ, হাফেজ সেলিম প্রমুখ। অনুষ্ঠানে মাস ব্যাপী ক্বিরাত প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ ও পুরষ্কার তুলে দেওয়া হয়।