এক্সপ্রেস ডেস্ক ॥ রাজধানীর অভিজাত এলাকা গুলশান-২ এর ৭৯ নম্বর রোডের রেস্টুরেন্টে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির পর পুরো ঢাকায় রেড অ্যালার্ট জারি করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে ওই গোলাগুলির ঘটনার পর তিনি এ নির্দেশ দেন। জানা গেছে, শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটে ৮-৯ জনের একটি সন্ত্রাসী গ্র“প হলি আর্টিজান বেকারি নামে রেস্টুরেন্টে হামলা চালায়। ওই এতে পুলিশের একজন এএসপিসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এরমধ্যে একজন মারাত্মকভাবে গুলিবিদ্ধ হন। পুলিশ রেস্টুরেন্টটি ঘিরে রেখেছে। গুলশান থানার ওসির বডিগার্ড রবিউল ইসলামও আহত হয়েছেন। তার হাতে গ্রেনেডের আঘাত লাগে বলে তিনি জানান। বাংলা ট্রিবিউন