স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার আলীগঞ্জ বাজারে মাছ কেনাকে কেন্দ্র দুই গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষে টেটাবিদ্ধসহ শতাধিক লোক আহত হয়েছে। এ সময় বাজারের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে প্রায় ২ঘণ্টা হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকালে আলীগঞ্জ বাজারে মাছ কিনতে যায় দৌলতপুর গ্রামের আইনউদ্দিন। তিনি রামগঞ্জ গ্রামের মৎস্যজীবী তাহির মিয়ার সাথে মাছের দরদাম করেন। বিক্রেতা তাহির মিয়া ১৫০টাকা মাছের দাম দাবী করেন। ক্রেতা আইনউদ্দিন ১২০টাকা দিতে চাইলে তাহির মিয়া দিতে অপরাগতা জানান। এসময় দৌলতপুর গ্রামের মুহিত মিয়া সেখানে ছিলেন। তিনি (মুহিত মিয়া) ১২০টাকায় আইনউদ্দিনকে মাছগুলো দেয়ার জন্য তাহির মিয়াকে বলেন। কিন্তু তাহির মিয়া মুহিত মিয়ার কথাও রাখেননি। এনিয়ে প্রথমে মুহিত মিয়ার সাথে মাছ বিক্রেতা তাহির মিয়ার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর পাওয়ার পর তাহির মিয়ার পক্ষ নিয়ে রামগঞ্জের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আলীগঞ্জ বাজারে জড়ো হয়। এ সময় দৌলতপুর গ্রামের লোকজনও জড়ো হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষই টেটাসহ দেশীয় অস্ত্র ব্যবহার করে। এ সময় বাজারের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট করা হয়। পরে খবর পেয়ে বানিয়াচং থানার ওসি অমুল্য কুমার চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।