স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আমিন খা নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মৃত মমিন উল্লার ছেলে। গতকাল শুক্রবার দুপুরের দিকে পুকুরে ফেনা কাটতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয় আমিন খা।
এদিকে উমেদনগর বাজারে ফার্মেসীতে চিকিৎসা করাতে গিয়ে ফার্মেসী ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরের দিকে আমিন তার গরুর জন্য পার্শ্ববর্তী পুকুরে ফেনা কাটতে নামে। এ সময় অসাবাধনতাবশত পুকুরের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় উমেদনগর ষ্ট্যান্ড এলাকার একটি ফার্মেসীতে নিয়ে গেলে ফার্মাসিস্ট তাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এ সময় তার স্বজনরা ফার্মেসী ভাংচুর করেন। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।