বানিয়াচং প্রতিনিধি ॥ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ী-ঘরে হামলা ও নির্যাতনের প্রতিবাদে বানিয়াচংয়ে সর্বস্তরের জনতার বিশাল মানববন্ধন ও কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় বানিয়াচং শহীদ মিনারের সামনের সড়কে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে পুজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ডাকে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমীর হুসেন মাষ্টার, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিপুল ভূষণ রায়, সাধারণ সম্পাদক কাজল চ্যাটার্জী, পুজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব, সাধারণ সম্পাদক কৃষ্ণ দেব, সাবেক সভাপতি তপন কুমার বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক স্বপন কুমার দাশ, কালীবাড়ী পরিচালনা কমিটির সভাপতি পদ্যুৎ কৃষ্ণ মহারতœ, সাধারণ সম্পাদক কালিপদ বিশ্বাস, বুড়া শিববাড়ী কমিটির সভাপতি বাদল ভট্টাচার্য, সৎসংঘের সভাপতি নেপাল চন্দ্র চন্দ, সাধারণ সম্পাদক দীপক কুমার ঘোষ, কৃষ্ণ মন্দির-এর সভাপতি সুকেশ চন্দ্র পাল, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মওদুদ-আল-মাহমুদ, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক রিপন চন্দ্র দাশ প্রমূখ। মানববন্ধন শেষে একটি কালো পতাকা মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড আব্দুল হক মামুন, সাংবাদিক ইমদাদুল হোসেন খানসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।