প্রেস বিজ্ঞপ্তি ॥ ২০১৬-২০১৭ ইং অর্থবছরের জন্য ১নং লাখাই ইউনিয়নে সাড়ে ৯৮ লাখ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় বাজেট ঘোষনা করেন ১নং লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম। বেলা ১১ টায় ইউপি সভাকক্ষে অনুষ্ঠিত বাজেট ঘোষনা অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাজেটে লাখাই ইউনিয়নের রাস্তা-ঘাট, ব্রীজ-কার্লভার্ট, ধর্মীয় প্রতিষ্ঠানসহ অবকাঠামো উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য সেবা খাত, দারিদ্র বিমোচন, শিশু ও নারীর অধিকার প্রতিষ্ঠায় কর্মসুচী, বিদ্যুত ও পয়নিস্কাশনসহ সেবামূলক খাতে বরাদ্দ রাখা হয়েছে। ইউনিয়ন পরিষদের সচিব সূধীর চন্দ্র মজুমদারের পরিচালনায় ও এলাকার গন্যমান্য ব্যক্তিবগের উপস্থিতে চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম ৯৮,৫০,৫৫৩ টাকার বাজেট ঘোষনা করা হয়।