প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৯নং লুকড়া ইউনিয়নে দরিদ্রদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছে (আর্ত মানবতার সেবায়) ফরম্যানফাইন্ড এসোসিয়েশন, হবিগঞ্জ।
গতকাল বেলা ১১টায় ইউনিয়নের আশেরা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ শীতবস্ত্র তিরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন, ফরম্যানকাফাউন্ড এসোসিয়েশনের সভাপতি সাইফ-ই-রহমান তন্ময় ও সাধারণ সম্পাদক মুর্শেদ চৌধুরী। সংগঠনের সম্পাদকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সৌরভ, সাফি, আরিফ, তৌফিক, অভি, রক্সি, জিৎ, জয়, অমিত, ফরহাদ প্রমূখ।