সংবাদদাতা ॥ ঢাকা-সিলেট মহাসড়কের সাথে সংযুক্ত নবীগঞ্জের জনতার বাজার থেকে মৌলভীবাজার সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কের কার্পেটিং উঠে মাটির সাথে একাকার হয়ে গেছে। অনেকস্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে সড়কটি যানচলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলে গর্তে পানি জমে পুকুরে পরিণত হয়। এতে করে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের মধ্যে ওই সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকাবাসীকে।
নবীগঞ্জ উপজেলা থেকে মৌলভীবাজার জেলা সদরে সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে এই সড়কটি। মৌলভীবাজারের সীমান্ত এলাকা আথানগীরি ও নবীগঞ্জের শতক, তারালিয়া, রামলোহ, মাহমদপুর, গজনাইপুরসহ ১০/১২টি গ্রামের হাজার হাজার মানুষ ওই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয়। এছাড়া দিনারপুর উচ্চ বিদ্যালয় ও দিনারপুর কলেজে অসংখ্য শিক্ষার্থী যাওয়া আসা করে থাকে। কিন্তু দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এ সড়টি সংস্কার না করায় কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দে পরিণত হয়েছে। সড়কের এমন বেহাল দশার কারণে ২০মিনিটের রাস্তায় সময় ব্যয় হচ্ছে ১ঘণ্টা। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুনজর কামনা করেন ভুক্তভোগী এলাকাবাসী।