স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে একটি রাস্তা উদ্বোধনের সকল আয়োজন সম্পন্ন করেও বিফল হলেন শেখ সুজাত মিয়া এমপি। বাঁধা হয়ে দাড়ালেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত জাপা মনোনীত এমপি মুনিম চৌধুরী বাবু। এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এলজিডি ও স্থানীয় সূত্রে জানা গেছে-উপজেলার কুর্শি ইউনিয়নের ফুটারমাটি গ্রামে সংযোগ সড়ক উদ্বোধনের উদ্যোগ নেয়া হয়। সার্বিক বিষয় তদারক করেন ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ নাজমূল হোসেন হারুন। ফুটারমাটি গ্রামের প্রবাসী রিংজল সহোদর নানু মিয়ার বাড়ীতে ভোজনপর্বের আয়োজন করা হয়। গতকাল শুক্রবার সকাল ১১ টায় সড়ক উদ্বোধনের প্রস্তুতি নেন শেখ সুজাত মিয়া। ঠিকাদারী প্রতিষ্ঠান নেইম প্লেইটসহ সকল প্রস্তুতি সম্পন্ন করে। বাঁধা হয়ে দাড়ান জাপা নেতা মুনিম চৌধুরী বাবু। বৃহস্পতিবার দশম সংসদে মনোনীত এমপি হিসেবে শপথ নেন তিনি। ওই দিন বিকেলে সড়ক উদ্বোধনের ঘটনা অবহিত হন। উপজেলা নির্বাহী অফিসার, থানার ওসি, এলজিডির নির্বাহী প্রকৌশলীকে ফোন করে এমপি হিসেবে সড়ক উদ্বোধনের আগ্রহ ব্যক্ত করেন। উদ্যোগী হয় প্রশাসন। সড়ক উদ্বোধনে ব্যর্থ হন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া।