স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে সিএনজি ও পিকআপ ভ্যানের সংঘর্ষে অভিমন্য ওরফে দুখু মুন্ডা (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৫ জন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় চানপুর বাজারের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চুনারুঘাট থেকে একটি সিএনজি অটোরিকশা চানপুর বাজারের কাছে পৌছুলে একটি পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।