স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামের ইদ্রিস হত্যা মামলার আসামী বদরুনন্নেছা (৩২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বদরুন্নেছা বহুলা গ্রামের মৃত তজমুল আলীর স্ত্রী। গতকাল বুধবার দুপুরে সদর থানার এসআই রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পোদ্দার বাড়ি এলাকা থেকে তাকে আটক করে।
পুলিশ জানায় সম্প্রতি ভাদৈ এলাকায় ইদ্রিস আলীর মৃতদেহ পাওয়া যায়। এরপর থেকে তার সহকর্মী বদরুন্নেছা আত্মগোপন করলে ইদ্রিসের পরিবার তাকে সন্দেহ করে। এ ঘটনায় ইদ্রিসের ভাতিজা মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করে। থানায় আটক বদরুন্নেছা জানান, ইদ্রিসের সাথে আমি শ্রমিকের কাজ করতাম। ঘটনার দিন একসাথে আসি। ভাঙ্গারপুল এলাকায় ইদ্রিস টমটম থেকে পড়ে মারা যায়। আমি ভয়ে পালিয়ে যাই।