বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

ঈদ বোনাসের দাবিতে নবীগঞ্জে হোটেল মিস্টি বেকারী শ্রমিক ইউনিয়নের মিছিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬
  • ৪৮৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হোটেল সেক্টরে সরকার ঘোষিত নি¤œতম মজুরির গেজেট অনুয়ায়ী সকল শ্রমিককে মাসিক বেতনের সমপরিমান ঈদ উৎসব বোনাস প্রদানের দাবিতে নবীগঞ্জে হোটেল শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছে। বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিস্টি বেকারী শ্রমিক ইউনিয়ন রেজি নং-বি-২১২৬ এর নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ২৮ জুন ইফতারের পর শহরের সেন্ট্রাল প্লাজাস্থ কার্যালয়ে জমায়েত হয়ে লাল পতাকা নিয়ে মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে হোটেল শ্রমিক নেতা মনোরঞ্জন দাশের সভাপতিত্বে গাজীর টেক পয়েন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়। হোটেল শ্রমিক ইউনিয়ন নবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি রিপন দাশ, সাংগঠনিক সম্পাদক সাজন আলী, মামুন মিয়া, চুনু মিয়া প্রমুখ। সমাবেশে বক্তারা অভিযোগ করেন দীর্ঘ ১১ মাস চাকরী করার পর রমজান মাস আসলে ব্যবসা মন্দার অজুহাত দেখিয়ে অধিকাংশ মালিকরা হোটেল শ্রমিকদের শ্রমআইন লঙ্গন করে বিনা বেতনে ছাঁটাই করে দেন। ফলে পবিত্র এই মাসে ছাঁটাইকৃত হোটেল শ্রমিকদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা, পরিবার-পরিজন নিয়ে শ্রমিকরা সিয়াম সাধনার পরিবর্তে অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবন যাপন করতে বাধ্য হন। এমনকি শ্রমিকরা ঈদের আনন্দ উৎযাপন থেকেও বঞ্চিত হয়। অথচ শ্রমিকদের হাড়ভাঙ্গা পরিশ্রমে মালিকদের পুঁজি আরাম-আয়েশ বৃদ্ধি হয় আর শ্রমিকদের সৃষ্ট মুনাফায় মালিকপক্ষ মহাধুমধামে ঈদ উৎযাপন করেন। ঈদের সময় হোটেল শ্রমিকরা কোন উৎসব বোনাস পান না। ২০০৯ সালের ২৪ নভেম্বর সরকার হোটেল শ্রমিকদের জন্য নি¤œতম মজুরির গেজেট প্রকাশ করেন, ঘোষিত গেজেট অনুযায়ী প্রত্যেক শ্রমিককে এক মাসের বেতনের সমপরিমান বছরে ২টি উৎসব বোনাস প্রদানের আইন করা করা হয়। অথচ হোটেল শ্রমিকদের সকল আইনগত অধিকার হতে বঞ্চিত করা হয়। সমাবেশ থেকে বলা হয় ইতোমধ্যে সকল হোটেল মালিককে চিঠি দিয়ে বোনাস প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com