বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে জমিদার খান বাহাদুুর আবু নছর মোহাম্মদ এহিয়া ওয়াকফ এস্টেটের উদ্যোগে এবারও বানিয়াচংয়ে অবস্থিত কালিকাপাড়া আল-মদিনা শিশু একাডেমীর ৪০ জন এতিম ছাত্রদের মধ্যে ঈদের নতুন পোষাক বিরতরণ করা হয়েছে। পাশাপাশি অসহায় মহিলাদের মধ্যে নগদ টাকাও বিতরণ করা হয়।
গতকাল বুধবার দুপুর সাড়ে বারটায় বানিয়াচং ১নং খান বাহাদুর কেবি ওয়াকফ এস্টেট প্রাঙ্গণে এতিম ও অসহায় মহিলাদের মধ্যে এসব বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেবি ওয়াকফ এস্টেটের বিশেষ সহায়ক কর্মকর্তা শাহিদ মোবারক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস্টেটের ম্যানেজার আব্দুর রহমান, ১নং কাঁচারির নায়েব সিরাজুল ইসলাম খান, নায়েব ফয়েজ আহমেদ, এস্টেটের সহকারি তহশিলদার এইচ এম আমীর আলী। এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আল-মদিনা শিশু একাডেমীর মুহতামিম আব্দুল বাছিত আজাদ, ইকবাল হোসেন, মতিউর রহমান মতি, রায়হান উদ্দিন সুমন প্রমুখ।