স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে চাঞ্চল্যকর ৪ শিশু হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কিরণ শংকর হালদার অভিযোগপত্র গ্রহণ করেন। সেই সাথে কারাগারে থাকা ৫ আসামীর জামিন না-মঞ্জুর এবং পলাতক ৩ আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়। এছাড়া পরবর্তী তারিখ পর্যন্ত উক্ত মামলায় জামিনে থাকা সালেহ আহমদ ও তার ভাই বশির আহমদকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। আগামী ২৫ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য্য করেন আদালত। বুধবার নির্ধারিত তারিখে কারাগারে থাকা আসামী আব্দুল আলী ওরফে বাগাল, তার ছেলে রুবেল মিয়া ও জুয়েল মিয়া, হাবিবুর রহমান আরজু এবং সাহেদ আলী ওরফে সায়েদকে আদালতে হাজির করা হয়। হবিগঞ্জের স্পেশাল পিপি অ্যাডভোকেট আবুল হাশেম মোল্লা মাসুম জানান, বিভিন্ন কারনে অভিযোগপত্র গ্রহণ করতে বিলম্ব হলেও এখন তা গ্রহণ করায় বিচারের কার্যক্রম শুরু হতে খুব বেশী সময় লাগবে না। পলাতক আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করা হয়েছে। তাদেরকে গ্রেফতার করতে না পারলে মাল ক্রোকের আদেশ হবে। এর পরই মামলার চার্জগঠন করে বিচার শুরু হবে। প্রসঙ্গত, গত ১২ ফেব্র“য়ারি বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে জাকারিয়া শুভ (৮), তার চাচাতো ভাই মনির মিয়া (৭), তাজেল মিয়া (১০) ও ইসমাইল হোসেন (১০) গত ১২ ফেব্র“য়ারি গ্রামের পার্শ্ববর্তী মাঠে খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজের ৫ দিন পর ১৭ ফেব্র“য়ারি বাড়ির অদূরে বালিমাটিতে পুতে রাখা অবস্থায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ। গত ৫ এপ্রিল হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের তৎকালীন ওসি মুক্তাদির হোসেন এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তন্মধ্যে বাচ্চু মিয়া নামে একজন র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হন। এ মামলায় ৫ জন কারাগারে রয়েছেন।