নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামে বাদী পক্ষের লোকজনের বাড়ি থেকে লুটে নেয়া একটি পাওয়ার টিলার উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার রাইয়াপুর গ্রাম থেকে পাওয়ার টিলারটি উদ্ধার করা হয়। মামলা ও স্থানীয় সুত্রে জানা যায়, বিগত ইউনিয়ন নির্বাচনে পরাজিত দু’মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়। এ ঘটনায় উভয় পক্ষই নবীগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করেন। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন পরাজিত মেম্বার প্রার্থী এনাম উদ্দিন ও অপর পক্ষে পরাজিত মেম্বার প্রার্থী ঝুনু মিয়া। মামলার পর পরই উভয় পক্ষের বেশীর ভাগ লোকজন আদালতে আত্মসমর্পন করে জামিনে আসেন।
এদিকে গত ১০ জুন রাতে সিলেটে চিকিৎসারত অবস্থায় এনাম উদ্দিনের পক্ষের আহত মছদ্দর আলী বিশু (৬০) মারা যায়। এ খবর এলাকায় পৌছুলে পরদিন শনিবার প্রতিপক্ষের একদল লোক আসামী ঝুনু মিয়ার বাড়ি ঘরে হামলা ও লুটপাট করে। হামলাকারীরা ঝুনু মিয়ার ১টি পাওয়ার টিলার, ধান, চাল, গরু-ছাগল, হাঁস-মুরগী, ঝুনু মিয়ার ভাড়াটিয়া ‘স’ মিল থেকে মুল্যমান গাছ, ভ্যান গাড়ীসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ ঘটনায় ঝুনু মিয়ার পরিবার আতংকের মধ্যে দিনাপাত করে। এ ব্যাপারে ঝুনু মিয়ার ভাবী জ্যোৎস্না বেগম বাদী হয়ে হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ বিচারক তদন্ত পুর্বক প্রতিবেদন দেয়ার জন্য ওসি নবীগঞ্জকে নির্দেশ প্রদান করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই চান মিয়া গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুর্শি ইউপির রাইয়াপুর গ্রাম থেকে লূঠৈ ণৈয়া পাওয়ারটিলারটি উদ্ধার করেছেন। এ সময় বাড়ির মালিক এনাম উদ্দীনের লোকজনের কাছ থেকে পাওয়ারটিলারটি খরিদ করেছেন বলে জানান।