স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং আদর্শবাজারে এক রাতে দুই ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোররা দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং দোকান মালিকের হাত পা বেধেঁ নগদ টাকা, মোবাইল ফোনসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। জানা যায়, বাজারের উজ্জ্বল ষ্টোর ও পার্শ্ববর্তী নৌকা ঘাটের একটি দোকানে গত সোমবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে গতকাল মঙ্গলবার সকালে বাজার কমিটির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পুলিশকে বিষয়টি অবহিত করেন। বাজারের পাহারাদার ব্যবসায়ী নেতৃবৃন্দকে জানিয়েছে স্থানীয় চোররা এ ঘটনা ঘটিয়েছে।