নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কাজিগঞ্জ বাজারে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হয়েছে। সোমবার দিবাগত রাতে বাজারের জারু রায়ের গোদাম ঘর ও মাহবুব স্টোরে চুরির ঘটনাটি ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই রাতে বাজারের রহমান ম্যানশনে জারু রায়ের গোদাম ঘরের তালা ভেঙ্গে চোরেরা ভিতরে প্রবেশ করে নগদ ১৫ হাজার টাকাসহ ২০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। একই কায়দায় চোরেরা মাহবুব স্টোর এর সামনের তালা ভেঙ্গে প্রবেশ করলেও কোন মালামাল নিতে পারেনি। দোকানের মালিক এব্যাপারে বলেন হয়ত মানুষের সাড়াশব্দ পেয়ে চোরেরা পালিয়ে যায়। ব্যবসায়ীরা জানান বাজারে ৩/৪ জন পাহারাদার ও ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের টহল থাকার পরেও কিভাবে একই রাতে দুটি দোকানে চোরেরা হানা দেয় তা নিয়ে আতংকে আছেন।