নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ সদর ইউনিয়নের আদিত্যপুর গ্রামের মুক্তিযোদ্ধা প্রফুল্ল রায়ের গ্যারেজে রাতের আধারে কে বা কারা আগুন দিয়ে ৩ টি রিক্স পুড়িয়ে দিয়েছে। এ ব্যাপারে বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী এন্টি করা হয়েছে।
জানাযায়, নবীগঞ্জ সদর ইউনিয়নের আদিত্যপুর ভবের বাজারে ঐ গ্রামের মুক্তিযোদ্ধা প্রফুল্ল রায়ের পুত্র পরিতোষ রায় ৩০ টি রিক্স নিয়ে দীর্ঘদিন যাবত ব্যবসা চালিয়ে আসছেন। গত ৭ জানুয়ারী মঙ্গলবার দুপুরে ০১৮২৩-৫৪৫২৪৯ মোবাইল নাম্বার থেকে অজ্ঞাত লোক নগদ ২০ হাজার টাকা চাদাঁ দাবী করে। চাদাঁ না দিলে গ্যারেজে রিক্স পুড়িয়ে দেওয়ার ও হুমকি দেয়। কথামত চাদাাঁ না দেওয়ায় এরই জের ধরে গত বুধবার রাতে গ্যারেজে আগুন দিয়ে ৩টি রিক্সা পুড়িয়ে দেয় ঐ দুবৃর্ত্তরা। ঘটনার পরদিন গত বৃস্পতিবার নবীগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী এন্ট্রি করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।