স্টাফ রিপোর্টার ॥ আগামী ১৬ জুলাই জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০১৬ এর প্রথম পর্যায় অনুষ্ঠিত হবে। এ বছর ৬ থেকে ১১ মাস বয়সী ৩৯ হাজার ৫৭৭ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ২ হাজার ৭৫৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপ্সুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। উক্ত কর্মসুচি বাস্তবায়নে ১ হাজার ৮৯১ টি কেন্দ্রে ৫ হাজার ৪৫২ জন স্বেচ্ছাসেবক, ৫৮৭ জন স্বাস্থ্য সহকারী এবং ২৩১ জন সুপার ভাইজার দায়িত্ব পালন করবেন।
উক্ত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে জেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা গতকাল হবিগঞ্জ সদর হাসপাতাল সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন অফিসের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ জসিম উদ্দিন ভূইয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদীপ্ত রায়, ফুড এন্ড কেমিষ্ট আইইউএইচএস মোমেনা শিরিন। ডিসপ্লে এর মাধ্যমে ভিটামিন-এ ক্যাম্পেইন সম্পর্কে বর্ণনা দেন এসএমও ডাঃ সুমন রায়। সভায় স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের কর্মকর্তা মুখলেছুর রহমান, বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসার মোজাফ্ফর হোসেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান প্রমুখ। অবহিত করণ সভায় বিভিন্ন প্রতিনিধিত্বমুলক প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক সাবিনা আলম ভিটামিন-এ ক্যাম্পেইন সফলে সকলের সহযোগিতা কামনা করেন।