স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী লক্ষীপুর জেলার সদর উপজেলার সচতর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে আব্দুর রহিম খোকন (৩৫)। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে শহরের ৩নং পুল এলাকা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ী আব্দুর রহিম খোকন ইয়াবা নিয়ে শহরের ৩নং পুল এলাকায় অবিস্থান করছিল। এ খবর পেয়ে ডিবি পুলিশের এসআই আব্দুল করিম ও ইকবাল বাহার অভিযান চালিয়ে ৪ পিস ইয়াবাসহ তাকে আটক করেন। ডিবি এসআই আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।