রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা পরিষদের উদ্যোগে জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সম্মানে ঈফতার মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএফএএম শাহজাহান। উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সুফিয়া আকতার হেলেন, সহকারী কমিশনার ভূমি রফিকুল ইসলাম, চেয়ারম্যান শামছুল ইসলাম মামুন, নব-নির্বাচিত চেয়ারম্যান আপন মিয়া, ফারুক পাঠান, আরিফুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার নূর ইসলাম, আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সুকোমল রায়, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী অলিউল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, জাপা সভাপতি হাজী কদর আলীসহ বিভিন্ন বিভাগী প্রধানগণ উপস্থিত ছিলেন।