বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বড়বাজারস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আমারদেশ পত্রিকার বানিয়াচং প্রতিনিধি হেমায়য়েত আলী খান জাতুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক যুগান্তর পত্রিকার বানিয়াচং প্রতিনিধি তোফায়েল রেজা সোহেলের সঞ্চালনায় ইফতারপূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক দেশজমিন পত্রিকার বানিয়াচং প্রতিনিধি খলিলুর রহমান, অর্থ সম্পাদক আয়না পত্রিকার বানিয়াচং প্রতিনিধি মো.আশিকুল ইসলাম, প্রচার সম্পাদক সমকাল পত্রিকার বানিয়াচং প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক দৈনিক খোয়াই পত্রিকার বানিয়াচং প্রতিনিধি শিব্বির আহমেদ আরজু, ক্রীড়া সম্পাদক আয়না পত্রিকার বানিয়াচং প্রতিনিধি দেওয়ান শোয়েব রাজা, কার্যকরি সদস্য ইত্তেফাক পত্রিকার বানিয়াচং প্রতিনিধি সর্দার আজিমুল হক স্বপন, সদস্য চ্যানেল এস বানিয়াচং প্রতিনিধি মো.মখলিছ মিয়া ও বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার বানিয়াচং প্রতিনিধি দেলোয়ার হোসেন। সভায় ক্লাবের সভাপতি মানবজমিন পত্রিকার হাওর অঞ্চল প্রতিনিধি আখলাক হোসাইন খান খেলুর শারীরীক সুস্থতা কামনা করে দোয়া করেন হাফিজ মো.আশিকুল ইসলাম। আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ শিব্বির আহমেদ আরজু।