স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার উচাইল-চারিনাঁও গ্রামের লিটন হত্যা মামালার আসামী একরামুল হককে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল বিকেলে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই আব্দুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, পূর্ব বিরোধের জের ধরে গত ৫মে বিকেলে প্রতিপরে লোকজন বেধড়ক পিটিয়ে চারিনাও গ্রামের তাউছ মিয়ার পুত্র লিটন মিয়াকে (১৩) পিটিয়ে হত্যা করে। এঘটনার পর লিটনের মা বাদি হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।