নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের আউশকান্দিতে ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার আউশকান্দি হীরাগঞ্জ বাজারস্থ মারফত উল্লাহ ভবনের ২য় তলায় ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স নবীগঞ্জ অফিসে কোম্পানীর ডেপুটি জেনারেল ম্যানাজার (ইনচার্জ) মাওঃ আব্দুল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কোম্পানীর উর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির স্বপন, বিশেষ অতিথি ছিলেন কোম্পানীর নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সুমন। বক্তব্য রাখেন, নবীগঞ্জ অফিসের ডি.জি.এম মহসিন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন, আউশকান্দি- হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মুরশেদ আহমদ, সাংবাদিক এম এ আহমদ আজাদ, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ মিয়া, কাছন মিয়া, কোম্পানীর এ.জি.এম মোঃ সিজিল আহমদ, এ.জি.এম তাছনিয়া আক্তার রিমা, হালিমা বেগম ফাতেমা, কবির আহমদ, শিক্ষক মিলটন মিয়া, নব-নির্বাচিত ইউপি সদস্য আব্দুল মুকিত প্রমূখ। আলোচনা সভায় সর্বস্থরের জনসাধারণকে ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর পলিসি/বীমা গ্রহন করে ঝুঁকিমুক্ত স্বচ্ছল জীবন গড়তে প্রধান অতিথি হুমায়ুন কবির স্বপন আহ্বান জানান।