স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার খোজারগাও গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক স্কুল ছাত্র ও তার ভাই আহত হয়েছে। গত দুপুরে এ ঘটনা ঘটে।
আহতরা জানান, ওই গ্রামের হামিদ মিয়ার সাথে একই গ্রামের আশ্রদ আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে আশ্রদ আলী ও তার লোকজন গতকাল দুপুরের দিকে হামিদ মিয়ার পুত্র মিরপুর ফয়জুনন্নেছা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র লোকমান হোসেন (১৬) প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে আশ্রব আলীর বাড়ির নিকট পৌছামাত্র আশ্রব আলী ও তার পুত্র ছায়েদ মিয়া, সোহেল মিয়াসহ একদল লোক লোকমানের উপর হামলা চালায়। এ সময় তার ভাই মাহমুদ আলী তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও পিঠিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।