স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামে সোহেল মিয়া (২০) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের সিরাজ মিয়ার পুত্র। রবিবার বিকাল ৫টার দিকে সে পারিবারিক কলহের জের ধরে বিষপান করে। বিষাক্রান্ত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর থানা পুলিশ লাশের সুরতহাল তৈরি করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।