নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কে এইস খাঁন এন্ড কোম্পানির গাড়ি উল্টে কোম্পানির সুপার-ভাইজার নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রাম এলাকায় মাসাধিকাল ধরে এইস খাঁন এন্ড কোম্পানির কয়েকটি ট্রাক মাটি বুঝাই করে মহা সড়ক দিয়ে যাতায়াত করছে। এদের বেপরায়া গতির কারণে এলাকাবাসী অতিষ্টি। গতকাল রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে কোম্পানী একটি ট্রাক (সিলেট ড-১১-২৩৫৪) কোম্পানীর ভিতর থেকে বাহির হওয়ার সময় মহাসড়কে ওঠা মাত্র উল্টে যায়। এতে ওই কোম্পানির সুপার-ভাইজার ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও গোপলার বাজার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
গোপলার বাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ আব্দুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, গাড়িটি এইস খাঁন এন্ড কোম্পানির, চলন্ত গাড়িতে বসে থাকা সুপার ভাইজার ফারুকুল ইসলাম (৩৩) ঘটনাস্থলে নিহত হন। এ সময় গাড়ির চালক লাফ দিয়ে নেমে দ্রুত পালিয়ে যায়।