স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বড়ইউড়ি গ্রামে জমিজমা নিয়ে ভাইবোনের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। গতকাল রবিবার বিকালে এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের তৌহিদ মিয়ার সাথে তার বোন হাজেরা বেগমের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে ভাংচুর ও অগ্নিসংযোগ হয়। গুরুতর আহত অবস্থায় নাজমা আক্তার, শিপা আক্তার, সীমা আক্তার, রিপা, হাজেরা, তৌহিদ মিয়া ও রাজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।