স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার শিবপুর গ্রামে বিদ্যুতের খুটি বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গতকাল রবিবার সকালে এ ঘটনা ঘটে। ওই গ্রামের সেলিম মিয়ার সাথে বাবুল মিয়ার বিদ্যুতের খুটি বসানোকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় ওয়াহিদ মিয়া, রোজিনা মিয়া , মন্নর আলী ও বাবুল মিয়াকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।