স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ৩ তলা ভবনের ছাদ থেকে পড়ে মোহাম্মদ আলী (৩০) নামে এক নির্মাণ শ্রমিক আহত হয়েছে। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সে উপজেলার গাজীপুর গ্রামের সিদ্দিক আলীর পুত্র। গতকাল শুক্রবার সন্ধ্যায় নতুন বাজারের জনৈক ব্যক্তির ভবনে কাজ করতে যায় মোহাম্মদ আলী।