চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আলীনগর আসামপাড়া কোনাগাঁও গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী বিধবা ফুল বানু (৪০) কে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছে। জানা যায়, শনিবার দুপুরে ইদ্রিছ আলীর বসত বাড়ীর পশ্চিমে কবরস্থানের রাস্তার পাশে একা পেয়ে তাকে মারধর করা হয়। আহত সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে বিধবা ফুল বানুর সাথে একই গ্রামের মৃত জমির আলীর পুত্র ইদ্রিছ আলী (৩৫) এর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইদ্রিস আলী বেধরক মারপিট করে ফুল বানুকে। আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।