মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ছিনতাইকারী চক্রের ৩ সদস্যক গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল উপজেলার ইটাখোলা (কাশিপুর) গ্রামের জালাল মিয়া (৩৫), পৌর এলাকার ১নং ওয়ার্ডের আক্রম আলী (৫০) ও পৌরসভার গঙ্গানগর গ্রামের বাচ্চু মিয়া প্রকাশ মনোরঞ্জন (৪০)। গতকাল রোবার ভোর রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম গোপন সুত্রে খবর পেয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। এসআই মমিনুল ইসলাম ছিনতাইকারীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।