স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বামকান্দি গ্রামে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে দুদল লোকের সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় সবুজ আলী (৭৫), আয়াত আলী (৪০), নুরুল হক (২০), মোমিন মিয়া (১৬), আমির হোসেন (৬০), জাহির আলী (৫০), আলী নোয়াজ (৩০), মনির মিয়া (২০), সুফিয়া বেগম (১৫) ও হারেছা বেগম (৫০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, ওই গ্রামের মনির মিয়া ও হামিদ মিয়ার মাঝে ইভটিজিংয়ের ঘটনা নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।