শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু ॥ আহত ১৩ হবিগঞ্জে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হুসাইন ॥ কওমী শিক্ষার্থীরা সুযোগ নিতে চাইলে আমরা দিতে প্রস্তুত আছি চুনারুঘাট সীমান্ত এলাকায় ১৬৮ বোতল মদ উদ্ধার শায়েস্তাগঞ্জে মাঠ থেকে ষাটোর্ধ বৃদ্ধের মৃতদেহ উদ্ধার জুমার খুৎবায় মাওলানা তাহের উদ্দিন সিদ্দিকী ॥ সন্তানদের পিছনে খরচ করা দান সাদকার মতোই সওয়াব চুনারুঘাটের মাদক ব্যবসায়ী নাসিরনগরে গ্রেফতার মাধবপুরে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ২৪ ঘন্টায় অর্ধকোটি টাকার মাদক জব্ধ করেছে বিজিবি হবিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ১৫ পরিবারকে জেলা পরিষদের ২ লাখ টাকা করে আর্থিক অনুদান চুনারুঘাটে ভাইকে পিটিয়ে হত্যা ॥ ছোট ভাই আটক

আইডিইবি’র ইফতারে এমপি আবু জাহির ॥্ ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশের উন্নয়নে অবদান রাখছেন

  • আপডেট টাইম রবিবার, ২৬ জুন, ২০১৬
  • ৫১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির বলেছেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারা দেশের উন্নয়নে অবদান রাখছেন। পদ্মা সেতু থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারা ব্যাপক ভূমিকা পালন করছেন। তাই দেশনেত্রী শেখ হাসিনাও সবসময় তাদের পাশে থাকেন।
গতকাল শনিবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) হবিগঞ্জ জেলা শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরী শিক্ষার ক্ষেত্রে ব্যাপক গুরুত্ব দিয়েছেন। এর ফলে আমাদের দেশের সন্তানরাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাই বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের কথা জনগণের নিকট তুলে ধরতে শিক্ষিত সমাজের প্রতি অনুরোধ জানান এমপি আবু জাহির।
ইফতার মাহফিল আয়োজক কমিটির আহবায়ক কাজী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও আইডিইবি’র সাধারণ সম্পাদক লায়ন ইঞ্জিনিয়ার মনসুর রশীদ কাজলের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন আইডিইবি’র সহ সভাপতি সুভাষ কুমার চক্রবর্তী। এছাড়াও ইফতার মাহফিলে বিভিন্ন দপ্তরের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইডিইবি’র অর্থ সম্পাদক আব্দুল কুদ্দুস শামীম।
পরে সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির জেলা আইডিইবি’র ভবন মেরামতের জন্য ২ লাখ টাকার অনুদান ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com