প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার গোপায়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি শেখ মোঃ ইউনুছ আলী। ইউছুফ আলী জিতু’র পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা সচিব কমিটির সভাপতি মোঃ নূরুল হুদা চৌধুরী। উপস্থিত ছিলেন গ্রাম পুলিশ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর মিয়া, সহ-সভাপতি মোঃ তাজুল ইসলাম, ললিত মোহন বৌদ্ধ, চুনারুঘাট শাখার সভাপতি মোঃ আব্দুল খালেক, মাধাবপুর শাখার সভাপতি মোঃ জিয়া উদ্দিন, মোঃ আব্দুল আলী, মোঃ আক্তার মিয়া, বানিয়াচং শাখার সভাপতি মোঃ বাবুল মিয়া, বাহুবলের দিলীপ বৌদ্ধ, জেলা শাখার মহিলা সম্পাদক রাহেলা খাতুন, লাখাই’র সিরাজ মোল্লা, জেলা শাখার প্রচার সম্পাদক মোঃ আবিদ আলী, মোঃ আব্দুর রউফ, মোঃ আজিজ মিয়া, মোঃ আব্দুল হক, মোঃ আব্দুল হামিদ, আজিজুল নেছা, মরম আলী, হিরণ মিয়া, আব্দুল আলীমসহ থানা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সরকারের কাছে গ্রাম পুলিশের বেতন জাতীয় বেতন স্কেলে অর্ন্তভূক্ত করা ও জেলা প্রশাসকের কাছে ঈদু ফিতরের আগে তাদের বেতন ও উৎসব ভাতা প্রদানের আহ্বান জানান।