রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর বাজারে মদ খেয়ে মাতলামি করার অভিযোগে পাবেল মিয়া (৪০) নামে এক মাতালকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার সন্ধ্যায় উপজেলা নিবার্হী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাম্মদ রাশেদুল ইসলাম এ রায় প্রদান করেন। পুলিশ সূত্রে জানা যায়-শনিবার দুপুরে উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বারচান্দুরা গ্রামের ছাবু মিয়ার ছেলে পাভেল মিয়া মদ খেয়ে মাতলামি করার সময় থানার এসআই মমিনুল ইসলাম তাকে আটক করেন এবং সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারক পাভেলকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।